পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥ পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইসমাইল হোসেন (৪০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন একই গ্রামের আব্দুল লতিফ ওরফে পানিয়া মোহাম্মদের ছেলে। তিনি পীরগঞ্জ পৌর শহরের কলেজ বাজারে মুদির দোকান করতেন।
এলাকাবাসী জানান, মঙ্গলবার শয়ন ঘর মেরামতের জন্য টিনের চালার উপরে উঠেন ইসমাইল। এ সময় ঘরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। সাথে সাথে লুটিয়ে পড়েন মাটিতে। পরিবারের লোকজনের চিৎকারের প্রতিবেশিরা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪