পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আমবাগান সমিতি লকডাউনে ক্ষতিগ্রস্ত আম চাষীদের সরকারি সুযোগ ও সহযোগিতার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে। ৩০ জুন বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আম বাগান সমিতির আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবরে ৬দফা দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করে।
আমবাগান সমিতির সভাপতি আবু জাহেদ ইবনুল ইকরাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুক হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। মানববন্ধনে প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত আম বাগান মালিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে আম বাগান সমিতির নেতারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, লকডাউনে কৃষি পণ্য পরিবহনে কোন বাধা নেই। তাছাড়া সরকার রেলওয়েতে কৃষি পণ্য পরিবহনের জন্য একটি মালবাহী ট্রেন প্রতিদিন পঞ্চগড় থেকে পীরগঞ্জ হয়ে ঢাকা যাতায়াত করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪