দিনাজপুর বার্তা২৪.কম ঃ দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিংবডিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মহাদেব শর্মা, শাহ্ মিজানুর রহমান ও মোছাঃ মা-এ-জাবীন আক্তার নির্বাচিত হয়েছে।
গত ১ নভেম্বর বুধবার অনুষ্ঠিত নির্বাচনে কলেজের ১০৪ জন শিক্ষকের মধ্যে ১০১ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন চলাকালীন সময় সাধারন শিক্ষকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। ভোটাধিকার প্রয়োগকারী শিক্ষকেরা জানান দীর্ঘ ১৮ বছর পর সরাসরি ভোটে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করতে পেরে তারা আনন্দিত। তারা জানালেন বর্তমান নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা আদর্শ কলেজের শিক্ষার উন্নত পরিবেশ বাস্তবায়ন সহ শিক্ষকদের যোক্তিক দাবি আদায়ে কার্যকরী ভূমিকা পালন করবে।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, প্রভাষক মহাদেব শর্মা ৬৯ ভোট পেয়ে প্রথম প্রতিনিধি, সহ: অধ্যাপক শাহ্ মিজানুর রহমান ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় প্রতিনিধি ও প্রভাষক মোছাঃ মা-এ-জাবীন আক্তার ৫৮ ভোট পেয়ে তৃতীয় নারী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে পরাজিত প্রভাষক মোঃ আশরাফ আলী ৪২ ভোট, প্রভাষক রাজিয়া সুলতানা ৩৩ ভোট, প্রভাষক মোঃ শহিদুল্লাহ ২৮ ভোট ও প্রভাষক সাজমিন সুলতানা ১০ ভোট পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪