দিনাজপুর প্রতিনিধি:-জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার যতবার আসবে, দেশের উন্নয়ন হতেই থাকবে। দেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে দিনাজপুরও পিছিয়ে নেই। থেমে থাকবে না উন্নয়নযাত্রা। অব্যাহত থাকবে স্বাস্থ্যসেবাসহ সকল পর্যায়ের উন্নয়ন।
১৫ ডিসেম্বর শুক্রবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ৯ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন ও ৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতালে ইন্টার্নী ডক্টরস হোস্টেলসহ ডক্টরস ডরমেটরী ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো ব্যক্ত করেন।
ভিত্তিপ্রস্থর স্থাপনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডা. কান্তা রায় রিমি, সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. কামরুল আহসান, উপাধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস সালাম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সারওয়ার জাহান, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ ওয়াহেদুল আলম আর্টিস্টসহ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাকর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪