বিরল (দিনাজপুর) ॥ বিরলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ৩১ বার তোণধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, প্রীতি ফুটবল, ক্রীড়া অনুষ্ঠান, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মোনাজাত/প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর এর সভাপতিত্বে ও সমাজসেবা আনিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, বীরমুক্তিযোদ্ধা রহমান আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীরবিক্রম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সকল বীরমুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪