দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘কমান্ডো’। এ সিরিজের আট বছর পূর্তি হলো এ বছর। এ উপলক্ষে সুখবর দিল জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক ভিপুল শাহ। সিনেমাপ্রেমীদের আগেই জানিয়ে দিলেন শিগগিরই আসতে চলেছে ‘কমান্ডো ফোর’। সম্প্রতি ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটির এক সূত্র নতুন কিস্তির নায়ক কিংবা গল্পের আভাস এখনো দেয়নি। তবে নিশ্চিত করেছে ‘কমান্ডো ফোর’ আসছে। প্রযোজক এ ব্যাপারে পরিকল্পনা করে অনেকদূর এগিয়েছেনও।এবারের সিনেমাতেও 'কমান্ডো' চরিত্রে অভিনয় করবেন আগের তিনটি কিস্তিতে অভিনয় করা বিদ্যুৎ জামওয়াল। নায়িকা ও অন্যান্য কলাকুশলী ঠিক করে চলতি বছরেই শুরু হবে সিনেমাটির শুটিং। সামনের বছরের শেষভাগে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা চিন্তা করছেন প্রযোজক ভিপুল শাহ। কমান্ডো তার প্রথম সিকুয়েল মুক্তি দেয় ২০১৩ সালে। দুর্দান্ত সেই সিনেমা পুরো ভারতজুড়েই বেশ আলোড়ন সৃষ্টি করে। কিন্তু পরবর্তী দুইটি তেমন সাড়া ফেলেতে পারেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪