ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবিতে “মাছচাষে আধুনিক প্রযুক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

মোফাচ্ছিলুল মাজেদ
জুন ১৪, ২০২২ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাছচাষীদের জন্য “মাছচাষে আধুনিক প্রযুক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে আজ সকাল ১০ টায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. ইমরান পারভেজ, সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, সঞ্চালনা করেন আইআরটি’র সহকারী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমরা জাতি হিসেবে যথেষ্ট মর্যাদাসম্পন্ন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, যা পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর মতো বিশাল স্থাপনা তৈরি করেছি আমরা, যা আমাদের আত্মমর্যাদার প্রতীক। তিনি বলেন, হাবিপ্রবি উত্তরবঙ্গের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, সে হিসেবে এই এলাকার মানুষের প্রতি বিশ্ববিদ্যালয়ের কিছু দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকেই আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। যদিও আপনারা মাছ চাষে যথেষ্ট জ্ঞানসম্পন্ন তারপরও আশা করি আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে নতুন অনেক কিছু জানতে পারবেন। তিনি বলেন, মাছ চাষে উত্তরবঙ্গের বিশাল সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সেই উদ্দেশ্য সামনে রেখেই এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা। এর মাধ্যমে আপনাদের সাথে আমাদের মাঝে সেতুবন্ধন তৈরি হবে। আপনাদের যেকোন সমস্যায় হাবিপ্রবিকে পাশে পাবেন। কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি কে এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য খামারিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, উক্ত কর্মশালায় ৩৯ জন মাছচাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।