ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বোচাগঞ্জে প্রান্তিক কৃষকদের আলু সংরক্ষণে হিমাগার খরচ বর্ধিত করণ স্থগিতের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান

মোফাচ্ছিলুল মাজেদ
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার প্রান্তিক কৃষকদের আলু সংরক্ষণে হিমাগার খরচ বর্ধিত করণ স্থগিতসহ তিন দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে প্রান্তিক কৃষক প্রতিনিধি দল। বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসানকে মাধ্যম করে এ স্বারক লিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে যে তিনটি দাবী দেয়া হয়েছে তা হল ১। হিমাগারের আলু সংরক্ষণের খরচ ২০২৫ স্থগিত করতে হবে। ২। হাতে বা মাথায় ৫০কেজি ওজনের অতিরিক্ত বহন করা যাবে না, পচনশীল আলু হিমাগারে সংরক্ষণের ক্ষেত্রে “বিধিটি” শিথিল পূর্বক খাদ্র দ্রব্য এর মূল্যে নিয়ন্ত্রনের লক্ষ্য সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ৩। কৃষকদের আলু ও আলু বীজ সংরক্ষণের অধিকার নিশ্চি তরতে হবে।
এ বিষয়ে প্রান্তিক কৃষক প্রতিনিধি এ্যাডভোকেট সায়েম আহমেদ জানান, চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৪ থেকে ১৫ টাকা। বর্তমান সময়ে আলুর বাজার নিম্ন মুখী থাকায় অনেক বেশী লোকসান গুনন্তে হচ্ছে কৃষকদের। পক্ষাস্তরে হিমাগার কর্র্তৃপক্ষ সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের সর্বশান্ত করার জন্য বস্তা এবং কেরিং খরচ বাদে প্রতি কেজি আলু হিমাগারে সংরক্ষণে জন্য ৮টা দ্বর নির্ধারণ করেছে। যা গত বছরের তুলনায় দ্বিগুন। হিমাগার কর্তৃপক্ষ হঠাৎ করে হিমাগার খরচ বৃদ্ধি করায় কৃষকরা চরম বিপাকে পড়েছে। এমতাবস্থায় কৃষদের বাঁচাতে হলে হিমাগার সিন্ডিকেট ভাঙ্গার পাশাপাশি প্রান্তিক কৃষকদের অগ্রাধিকারের ভিত্তিতে আলু ও আলু বীজ সংরক্ষণের অধিকার নিশ্চি তরতে হবে।
ক্যাপশনঃ- দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার প্রান্তিক কৃষকদের আলু সংরক্ষণে হিমাগার খরচ বর্ধিত করণ স্থগিতসহ তিনদফা দাবীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসানকে মাধ্যম করে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে প্রান্তিক কৃষকদের প্রতিনিধি এ্যাডভোকেট মোঃ সায়েম আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।