দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
৪ দিনের সরকারী সফরে দিনাজপুরে আসছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
মোফাচ্ছিলুল মাজেদ সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১২:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৫৫১ বার |

১৮ সেপ্টেম্বর ২০১৯ ইং বুধবার:-
বিকাল ০৩.০০ মি.:- সংসদ ভবনের বাংলো বি-৩ ভবন থেকে হযরত শাহজালাল (র.) বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা।
বিকাল ০৪.০০ মিঃ হযরত শাজহালাল (র.) বিমান বন্দর থেকে সৈয়দপুর বিমান বন্দর, নীলফামারী জেলার উদ্দেশ্যে যাত্রা।
বিকাল ০৫.০০ মিঃ:- সৈয়দপুর বিমান বন্দর থেকে দিনাজপুর এর উদ্দেশ্যে যাত্রা
০৬.১০ মিঃ নিজ বাসভবন, দিনাজপুর-এ উপস্থিতি ও রাত্রী যাপন।
১৯ সেপ্টেম্বর ২০১৯ ইং বৃহস্পতিবার:-
সকাল ০৮.৩০ মিঃ নাজমা রহিম ফাউন্ডেশনে জনসাধারণের সাথে মতবিনিময়।
সকাল ০৯.৩০ মিঃ মেডিসিন ক্লাব এর ২২তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন ২০১৯ এর পতাকা উত্তোলন, অনুষ্ঠানে যোগদান (স্থান-এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর)।
সকাল ১০.০০ মিঃ মেডিসিন ক্লাব এর ২২তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন ২০১৯ এর র‌্যালিতে যোগদান।
সকাল ১০.৩০ মিঃ মেডিসিন ক্লাব এর ২২তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান (স্থান-এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর)। অনুষ্ঠান শেষে নিজ বাসভবন, দিনাজপুর এ উপস্থিতি ও মধ্যাহ্ন বিরতি।
বিকাল ০৪.৩০ মিঃ জিলা ক্রীড়া সংস্থা আয়োজিত কৃতি খেলোয়াড় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান (স্থান-শিল্পকলা একাডেমি, দিনাজপুর। অনুষ্ঠানে শেষে নিজ বাসভবন, দিনাজপুর এ উপস্থিতি ও রাত্রী যাপন।
২০ সেপ্টেম্বর ২০১৯ ইং শুক্রবার:-
সকাল ০৮.৩০ মিঃ নাজমা রহিম ফাউন্ডেশনে জনসাধারণের সাথে মতবিনিময়।
সকাল ১০.০০ মিঃ আদর্শ মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভায় যোগদান।
সন্ধ্যা ০৭.০০ মিঃ মেডিসিন ক্লাব এর ২২তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান (স্থান-এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর)। অনুষ্ঠান শেষে নিজ বাসভবন, দিনাজপুর এ উপস্থিতি ও রাত্রী যাপন।
২১ সেপ্টেম্বর ২০১৯ ইং শনিবার:-
সকাল ০৯.৪৫ মিঃ নিজ বাসভবন, দিনাজপুর থেকে সৈয়দপুর বিমান বন্দর, নীলফামারী জেলার উদ্দেশ্যে যাত্রা।

এই পাতার আরো খবর -
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO