ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

১০ কোটি ডোজ পর্যন্ত টিকা উৎপাদিত হতে পারে গরীব দেশগুলোর জন্যে সেরাম ইনষ্টিটিউট

মোফাচ্ছিলুল মাজেদ
আগস্ট ৮, ২০২০ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম ডেস্ক :  গরীব দেশগুলো যেন সহজে পায় সে লক্ষ্যে ২০২১ সাল নাগাদ ভারতের সেরাম ইনষ্টিটিউটে কোভিড ১৯ এর টিকা ১০ কোটি ডোজ পর্যন্ত উৎপাদিত হতে পারে।
শুক্রবার এক চুক্তির পর গাভি ভ্যাকসিন এলায়েন্স এ ঘোষণা দেয়। ১০ কোটি টিকা তৈরির লক্ষ্য পূরণে বিল এন্ড মেলিন্দা গেটস এবং গাভি ভ্যাকসিন এলায়েন্স সেরাম ইনষ্টিটিউটকে ১৫ কোটি ডলার দিয়েছে।
বিশ্বের ৯২ টি দেশে এ টিকা সহজভাবে পাওয়া যাবে। প্রতি ডোজের সর্বোচ্চ মূল্য হবে ৩ ডলার।
অনুমোদন হওয়ার পর পরই ২০২১ সালের প্রথমার্ধে টিকার এসব ডোজ উৎপাদিত এবংনিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে সরবরাহ করা হবে।
চুক্তি অনুযায়ী বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী সংস্থা সেরাম ইনষ্টিটিউট আমেরিকান নোভাভ্যাক্স ছাড়াও বৃটিশ ঔষধ কোম্পানী অস্ট্রাজেনকা ও অক্সফোর্ডেও সমন্বয়ে তৈরি ভ্যাকসিনও উৎপাদন করবে।
অস্ট্রাজেনকার তৈরি টিকা গাভির মাধ্যমে ৫৭ টি দেশে এবং নোভাভ্যাক্সেরটি ৯২ টি দেশে সরবরাহ করা হবে।
বিশ্বে যে ৬টি টিকা তৃতীয় ধাপে রয়েছে তাদের মধ্যে অস্ট্রাজেনকা ও নোভাভ্যাক্সও রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।