দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ স্থানীয় সময় শুক্রবার কলম্বিয়া- ভেনেজুয়েলা সীমান্ত এলাকা পরিদর্শনের সময় এই হামলা হয়। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। এসময় প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, হামলায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও আঘাত পাননি কেউ। হামলাটিকে কাপুরোষোচিত উল্লেখ করে টুইটারে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ইভান মারকেজ জানান, এ ধরনের সন্ত্রাসী হামলায় ভিত নন তিনি। তার দেশ এধরনের হুমকি মোকাবিলার জন্য সবসময়ই প্রস্তুত বলেও জানান তিনি। এরইমধ্যে হামলায় জড়িতদের সন্ধানে কাজ শুরু করছে নিরাপত্তা বাহিনী। দেশটির এই সীমান্ত এলাকাটি বামপন্থি বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।