ঢাকারবিবার , ২৭ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে ছুরি হামলায় নিহত ৩

দিনাজপুর বার্তা
জুন ২৭, ২০২১ ৩:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ জার্মানির দক্ষিণাঞ্চলে ছুরি হামলায় তিনজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার ওয়ের্সবুর্গ শহরে এ হামলার ঘটনা ঘটেছে বলে সেখানকার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সন্দেহভাজন হামলাকারী ২৪ বছর বয়সী এক সোমালীয় শরণার্থী; পুলিশের গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে তার চিকিৎসা চলছে। উরুতে গুলিবিদ্ধ এ যুবকের অবস্থা সংকটাপন্ন নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। জার্মানির আইন অনুযায়ী সন্দেহভাজন কারও নাম প্রকাশ করা হয় না। “তিনজন নিহত, পাঁচজন গুরুতর আহত। গুরুতর আহত কয়েকজন বাঁচবেন কিনা, তা এখনও নিশ্চিত নই আমরা,” ঘটনাস্থলে পৌঁছানোর পর বলেন আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই হামলাকারী ২০১৫ সাল থেকে ওয়ের্সবুর্গে বাস করছেন। ওই বছরই জার্মানি যুদ্ধপীড়িত, দরিদ্র লাখো শরণার্থী ও আশ্রয়প্রার্থীর জন্য সীমান্ত খুলে দিয়েছিল। গ্রেপ্তার সন্দেহভাজনকে হাসপাতালেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেছেন হারম্যান। তিনি জানান, সোমালীয় এ শরণার্থীর কার্যকলাপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছিল, কিছুদিন আগে ওই যুবককে বাধ্যতামূলক মানসিক চিকিৎসাও নিতে হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হারম্যান জানান, ছুরি দিয়ে তাণ্ডব চালানোর আগে হামলাকারী চিৎকার করে ‘আল্লাহু আকবার’ বলেছিল। পুলিশ জানিয়েছে, হামলায় আর কেউ সম্পৃক্ত ছিল বলে ইঙ্গিত পাওয়া যায়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলেও আশ্বস্ত করেছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।