দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বিশ্বে করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৯৪৫ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ১৩ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে শনাক্ত ১৮ কোটি ২১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু ৩৯ লাখ ৪৫ হাজারের বেশি। দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যু ৬০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যে ১৯ জুলাইয়ের মধ্যে করোনাভাইরাসের সব বিধি নিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে হংকং। অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, অ্যান্ট্রাজেনেকা টিকার ৩য় ডোজ ইমিউনিটি বাড়াতে বুস্টার হিসেবে কাজ করে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।