দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটি ক্রমেই গৃহযুদ্ধের দিকে ঝুঁকে পড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন জেনারেল এবং আফগানিস্তানে মার্কিন-নেতৃত্বাধীন ফোর্সের কমান্ডার অস্টিন স্কট মিলার। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মঙ্গলবার অস্টিন স্কট মিলার বলেন, আফগানিস্তান সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে। এবং আফগান নেতারা মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে এখনও একমত হতে পারেননি। দেশটির নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন শীর্ষ কমান্ডারের এমন মন্তব্যের আগের দিন জাতিসংঘ থেকেও সতর্কবার্তা এসেছে। সোমবার জাতিসংঘ বলেছে, আফগানিস্তানে তালেবান একের পর এক জেলা দখলে নেওয়ায় পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে। জেনারেল অস্টিন স্কট মিলার বলেন, এমনটি চলতে থাকলে গৃহযুদ্ধের পথেই পরিস্থিতি এগোবে। বিশ্বের জন্য এটি উদ্বেগের কারণ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন সমঝোতা হয়েছিল, সে মাত্রায় সংঘাত কমাতে তালেবান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন এই শীর্ষ সামরিক কর্মকর্তা। সংবাদমাধ্যম বিবিসি বলছে, ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে সব মার্কিন সেনা। কিন্তু, মে মাস থেকেই আফগান সরকারের দখলে থাকা এলাকাগুলোতে হামলা শুরু করেছে তালেবান। এরইমধ্যে তালেবান ৩৭০টি জেলার ৫০টির দখল নিয়েছে। আফগানিস্তানের পরিস্থিতি খারাপ হচ্ছে। তালেবান এখন একের পর এক জেলা দখল করছে। সেনার সঙ্গে তাদের নিয়মিত সংঘর্ষ চলছে। ১১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সব সেনা ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে। তবে মার্কিন কূটনীতিক ও দূতাবাসের স্থাপনার নিরাপত্তাজনিত কারণে কিছু মার্কিন সেনা এরপরও আফগানিস্তানে থাকবেন।