
দিনাজপুর বার্তা২৪.কম :-
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলাকেও এগিয়ে নিতে হবে, কারন ফুটবল এখনও দেশের অন্যতম জনপ্রিয় খেলা এবং বর্তমান সরকার সব ধরনের খেলা-ধুলায় পৃষ্টপোষকতা করে যাচ্ছে
শুক্রবার দিনাজপুর সদরের ঐতিহ্যবাহী মহারাজা গিরিজানাথ স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু স্মৃতি ফুটবল টুর্নামেনের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুসকান স্পোটিং ক্লাব, ঘুঘুডাঙ্গা দিনাজপুরকে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় জয় স্পটিং ক্লাব, পীরগঞ্জ রংপুর। বালুবাড়ী ব্রাইট স্টার ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহন করে।
এসময় বিজয়ীদের হাতে ৫০হাজার টাকার চেক ও পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার হামিদুল আলমসহ অন্যান্য বিশিষ্ঠ গন্যমান্য ব্যাক্তিবর্গ।