ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ফাইভ ন্যাশনস্ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩ বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুব্রত মজুমদার ডলার বাংলাদেশ দলের ম্যানেজার নিযুক্ত ১৩ জুন মালদ্বীপের উদ্দেশ্যে ১৫ সদস্য দলের যাত্রা

মোফাচ্ছিলুল মাজেদ
জুন ১২, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মালদ্বীপে অনুষ্ঠেয় ফাইভ ন্যাশনস্ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩ প্রতিযোগিতায় দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুব্রত মজুমদার ডলার বাংলাদেশ বাস্কেটবল দলের অফিসিয়াল (ম্যানেজার) নিযুক্ত হয়েছেন। তাঁর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল ১৩ জুন মঙ্গলবার মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হবে।
জানা গেছে, মালদ্বীপে ১৩ জুন থেকে ২৩ জুন ফাইভ ন্যাশনস্ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ ২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও স্বাগতিক মালদ্বীপ অংশগ্রহণ করবে। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় ১৫ সদস্যের বাংলাদেশ দল অংশ নিবে। এর মধ্যে ১ জন অফিসিয়াল (ম্যানেজার), ১ জন প্রশিক্ষক, ১ জন সহকারী প্রশিক্ষক ও ১২ জন খেলোয়াড় রয়েছেন। এরা হলেন-অফিসিয়াল (ম্যানেজার) সুব্রত মজুমদার ডলার, প্রশিক্ষক-রনজিৎ চন্দ্র দাস, সহকারী প্রশিক্ষক-সবুজ মিয়া, খেলোয়াড়-মিথুন কুমার বিশ্বাস, আরিফ হোসেন বাপ্পী, আমির হাসান এলিম, মো. মাসুদ রানা, মো. সোলায়মান তণু, মো. নাদিরুল ইসলাম, আসিব উজ্জামান হৃদয়, মো. সাইফুল ইসলাম, এমদাদুল হক পিয়াস, সজিব কুমার দাস, মো. মামুনুর রহমান ও মো. আসিব আলী। ১৫ সদস্যের এই দলটি ১৩ জুন মঙ্গলবার দুপুর ১২ টা ৫৫ মিনিটে শ্রীলংকান এয়ার লাইনসযোগে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত শেখ কামাল অনুর্ধ্ব-১৭ জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় দিনাজপুর প্রমিলা দল বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় দিনাজপুর প্রমিলা দল বাংলাদেশ রানার্স আপ হয়েছিল। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ্ব-১৬ প্রমিলা বাস্কেটবল দলের প্রশিক্ষণ গত ৮ জুন সমাপ্ত হয়েছে বলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে। জাতীয় প্রশিক্ষক মো. মিজানুর রহমান ১৬ জন প্রমিলা খেলোয়াড়কে ১০ দিনের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী বাছাইকৃত ১৬ জন খেলোয়াড় নিয়মানুযায়ী সার্বিক সুবিধা পেয়েছে। এর বাহিরেও আরও অনেক খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।