ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় দরিদ্র পরিবারে নলকূপ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ৪, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি
তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২০২৪-২৫ অর্থবছরের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং দরিদ্র পরিবারে নলকূপ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দে ২৭টি দরিদ্র পরিবারে মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে।

এছাড়া ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়, শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও ফকিরপাড়া দাখিল মাদ্রাসার ২০৪ জন শিক্ষর্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক হবে, শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর, ফকিরপাড়া দাখিল মাদ্রাসার সুপার জিয়াউল হক আনসারী, ইউপি সচিব নয়ন ইসলাম, হিসাব সহকারী নাজমুল হক সহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দে ২০৪ শিক্ষার্থীর জন্য স্কুল ব্যাগ এবং ৩ লাখ টাকা বরাদ্দে ২৭টি দরিদ্র পরিবারে মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জন কল্যানমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।