ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ২৫, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও সমাজসেবক জননেতা মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় জননেতা মতিউর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলার সম্মানিত আমির অধ্যক্ষ আনিছুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকিরুল ইসলাম, জেলা সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু এবং দিনাজপুর জেলা মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জননেতা মতিউর রহমান একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতা। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাÐে সক্রিয় ভ‚মিকা রেখে চলেছেন। দিনাজপুর-১ আসনের জনগণ তাঁর নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী সংসদীয় প্রতিনিধিত্ব পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জননেতা মতিউর রহমান বলেন,
“দিনাজপুর-১ আসনের জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি নির্বাচনী মাঠে নামছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধের আলোকে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।”
শেষে উপস্থিত নেতৃবৃন্দ জননেতা মতিউর রহমানের সর্বাঙ্গীন সাফল্য ও বিজয় কামনা করেন এবং দিনাজপুর-১ আসনে ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের পথে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।