ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ট্রেনে কাটা মৃত্যু নয়, পরিকল্পিত হত্যা

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকালে দিনাজপুরের বিরলের শ্রীকৃষ্ণপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ময়না বেগম নামে এক নারী নিহত হওয়ার ঘটনা মৃত্য নয়, এটা পরিকল্পিত হত্যা বলে জানিয়েছে পিবিআই দিনাজপুর জেলা কার্যালয়।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-
পিবিআই অ্যাডিশনাল ডিআইজি (পুলিশ সুপার পদে কর্রত) মোঃ মাহফুজ্জামান আশরাফ।

মাহফুজ্জামান আশরাফ জানান,দিনাজপুর হতে পঞ্চগড় গামী রেল লাইনের পাশে ময়না বেগমের লাশ পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। লাশ পাওয়ার সংবাদ পেয়ে পিবিআই দিনাজপুর ক্রাইমসিন টিম রেলওয়ে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল পরিদর্শনকালে ডিসিস্ট ময়না বেগমের জখম, গলায় পেচানো নাইলনের দড়ি যা রেল লাইনের স্লিপারের সাথে বাঁধাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে পিবিআই দিনাজপুর ক্রাইমসিন টিমের নিকট ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হলে পিবিআই দিনাজপুর ক্রাইমসিন টিম ছায়া তদন্ত অব্যাহত রাখে।

দিনাজপুর রেলওয়ে থানা কর্তৃপক্ষ ডিসিস্ট ময়না বেগমের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই সংক্রান্তে দিনাজপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয় গত তারিখ-২২/০৯/২০২৫ যার নম্বর ১৯।

অপমৃত্যু মামলা হলেও পিবিআই দিনাজপুর জেলার অ্যাডিশনাল ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফের নির্দেশে এসআই মোঃ নাজিমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন চৌকশ সাব-ইন্সপেক্টরের সমন্বয়ে উক্ত ঘটনার ছায়া তদন্ত অব্যাহত রাখে। ছায়া তদন্তে প্রাপ্ত তথ্যে এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণে নিশ্চিত হয় যে, ডিসিস্ট ময়না বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে হত্যাকান্ডকে রেল দূর্ঘটনা বলে চালিয়ে দেবার জন্য লাশ রেল লাইনের স্লিপারের সাথে বেঁধে রাখা হয়।

পিবিআই দিনাজপুরের ছায়া তদন্ত চলাকালীন ডিসিস্ট ময়না বেগমের পিতা লাল মিয়া (৭৪) গত ২ নভেম্বর, ২০২৫ তারিখ দিনাজপুর রেলওয়ে থানায় তার মেয়ে জামাই ডিসিস্ট ময়না বেগমের স্বামী জাহিদুল ইসলামসহ আরো ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

মামলাটির গুরুত্ব বিবেচনা করে পিবিআই দিনাজপুর জেলা স্বপ্রণোদিত হয়ে মামলাটি অধিগ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা হিসেবে পিবিআই দিনাজপুর জেলার এসআই (নিরস্ত্র) মোঃ নাজিমুল ইসলামকে নিয়োগ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই একটি টিমের সহায়তায় মামলার তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গত ২ নভেম্বর, ২০২৫ তারিখ এজাহারনামীয় তিনজন আসামিকে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত এজাহারনামীয় ৩ আসামীকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে ১নং আসামি জাহিদুল ইসলাম জানায়, ময়না বেগম তার স্বামী আসামী জাহিদুল ইসলামের অনুমতি না নিয়ে বিভিন্ন জনের নিকট হতে ধার কর্জ ও সুদের টাকা নেওয়ার জের ধরে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ হয়। যার কারণে আসামী জাহিদুল ইসলাম তার স্ত্রীকে একাধিকবার মারপিট করে। ঘটনার দিন ২১-০৯-২০২৫ তারিখ আসামী জাহিদুল ইসলাম তার স্ত্রী ময়না বেগমকে বিদ্যুত বিলের জন্য ২০০০/-টাকা সংগ্রহ করতে বলে অন্যথায় তাকে মেরে ফেলবে বলে রাগ দেখিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়।

ডিসিস্ট ময়না বেগম বিদ্যুত বিলের ২০০০/- টাকা সংগ্রহ করতে না পারলে একইদিন বিকেলে আসামী জাহিদুল ইসলাম ডিসিস্ট ময়নজ বেগকে মারপিট করে। ওই দিন রাতে আসামী জাহিদুল ইসলাম তার ভায়রা আব্দুস সালাম ও চাচাত ভাই রুবেলসহ পরিকল্পিতভাবে ময়না বেগমকে রেল লাইনে নিয়ে গিয়ে গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে রাত অনুমান পৌনে ১০টার দিকে হত্যা করে হত্যাকান্ডের ঘটনা ভিন্নখাতেনলাশ গোপন করার চেষ্টায় কাশিয়া ঘাস দিয়ে ঢেকে দেয় এবং লাশ রেল লাইনের স্লিপারের সাথে বেঁধে রেখে ঘটনাস্থল হতে নিজ বাড়ীতে ফিরে আসে। বাড়ীতে ময়না বেগমকে খোজাখুজি করে।

পরে পিবিআই তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ নাজিমুল ইসলাম ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

প্রেস ব্রিফিংয়ে পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান, মহসিন আলী, প্রদীপ কুমার রায় ও উপ-পরিদর্শক নাজিমুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।