ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে দু’দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
অক্টোবর ১২, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : যুক্তিতে আসুক মানবমুক্তি- এই স্লোগানে দিনাজপুরে অনুষ্ঠিত হলো জাতীয় বিতর্ক উৎসব ‘২৫। দিনাজপুর ডিবেটিং সোসাইটি- ডিডিএস’র আয়োজনে দু’দিনব্যাপী উৎসবে অংশ নেন সারা দেশ থেকে আসা প্রায় দেড় হাজার শিক্ষার্থী।

দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় চত্বরে ১০ ও ১১ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত এই জাতীয় বিতর্ক উৎসব উত্তরবঙ্গে প্রথম ও সর্ব বৃহৎ বলে জানান দিনাজপুর ডিবেটিং সোসাইটি- ডিডিএস’র মহাসচিব অম্লান মোস্তাফিজ। তিনি বলেন, দুইদিনব্যাপী উৎসবে সারাদেশ থেকে আসা ৩২ টি বিতর্ক সংগঠন স্কুল সনাতনী বিতর্কে অংশ নেয়। কলেজ সংসদীয় বিতর্কে অংশগ্রহণ করে ১২ টি দল। বারোয়রি বিতর্কে অংশ নেন ২৩০ জন শিক্ষার্থী। ১২০ জন শিক্ষার্থী পাবলিক স্পিকিং-এ অংশ নেন। এছাড়া স্কুল-কলেজ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৭০০ শিক্ষার্থী এবং কেস সলভিং-এ ৩২ টি দল অংশগ্রহণ করে। সনাতনী বিতর্ক ছাড়াও আয়োজনে ছিল রম্য বিতর্ক এবং আঞ্চলিক বিতর্ক।

দিনাজপুর ডিবেটিং সোসাইটি- ডিডিএস’র সভাপতি নোবেল মাহফুজ জানান, উৎসবের প্রথম দিন নির্ধারিত বিষয়গুলোর উপর অংশগ্রহণকারী দলগুলোর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, জেলা ও আঞ্চলিক পর্যায়ের বিতর্ক সংগঠন। উৎসবের শেষ দিন শনিবার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিটি বিষয়ের উপর বিতর্কের চূড়ান্ত পর্ব।

ডিডিএস’র উপদেষ্ঠা ও ভাবনা’র প্রধান নির্বাহী মুস্তাফিজুর রহমান রুপম বলেন, প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ তৈরি করতে এ ধরণের সহশিক্ষামূলক কার্যক্রম ভূমিকা রাখে। এসব আয়োজনে অংশগ্রহণের মধ্যদিয়ে সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পারিক সাংস্কৃতিক যোগাযোগ ও সংযোগ তৈরি হয়। বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষাথীদের সঠিক শব্দচয়ন, বাক্যগঠন ও শুদ্ধ উচ্চারণের অনুশীল হয়; যা ভবিষ্যদ কর্মজীবনে বেশ সহায়ক ভূমিকা রাখে।

চূড়ান্ত পর্ব শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, ডিডিএস’র উপদেষ্ঠা ও ভাবনা’র প্রধান নির্বাহী মুস্তাফিজুর রহমান রূপম, জেলা ভেটেরেনারি অফিসার ও ডিডিএস’র উপদেষ্টা ড. আশিকা আকবর তৃষা, সহকারী কমিশনার সুজেয় কুমার, বোর্ডহাট মহাবিদ্যালয়ের প্রভাষক বিধান কুমার দত্ত, ফাহাদস টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ফাহাদ স্যার এবং এনটিভি’র সাবেক সিনিয়র করেসপনডেন্ট প্রমথেশ শীল।

আয়োজনের শেষ পর্বে ছিল উত্তরবঙ্গের সবচে’ জনপ্রিয় ব্যান্ডদল ধুলিকণা’র মনোমুগ্ধকর পরিবেশনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।