ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার

মোফাচ্ছিলুল মাজেদ
নভেম্বর ৬, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্যাডের পাতায় ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী -এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল।

আজ ০৬ নভেম্বর ২০২৫ তারিখে তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।

উল্লেখ্য দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলে তৃণমূল নেতাকর্মীদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন বিএনপি’র তৃণমূল প্রাণ ও জনপ্রিয় নেতা বখতিয়ার আহমেদ কচি। কোন এক কারণে কেন্দ্রীয় থেকে তার দলীয় পদটি সাময়িক স্থগিতকৃত করেছিল। তিনি দীর্ঘদিন পর তার দলীয় পদ ফিরে পাওয়ায় বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

অপরদিকে বখতিয়ার আহমেদ কচি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্থগিতাদেশ প্রত্যাহার করাতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, দিনাজপুরের গর্বিত কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা হুওয়াতে দিনাজপুর সদর আসন টিকে উৎসর্গ করবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।