
ষ্টাফ রিপোটারঃ আলহাজ¦ আজগার আলী মাষ্টার আর নেই, তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগতেছিলেন। ৭মে বুধবার ভালো চিকিৎসার জন্য দ্রæত বিমান যোগে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দিনাজপুর সদর উপজেলা ২নং সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর গ্রামের প্রয়াত আলহাজ¦ আলী মদ্দিন শাহের পুত্র। তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানের জনক। তদমধ্যে একটি কন্যা সন্তান অকালে মুত্যুবরন করেন সে রামডুবি হাট স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক ছিলেন। পুত্র মোঃ রওশন আলী রুবেল ইছামতি মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক ও রামডুবি হাট স্কুল এন্ড কলেজ এর সভাপতি। মরহুম আলহাজ¦ আজগার আলী মাষ্টার দিনাজপুর টেক্সটাইল মিলে সহকারী শিক্ষক ছিলেন। মৃত্যকালে তিনি আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুহগ্রাহী রেখে গেছেন। ঢাকা হাসপাতাল থেকে মরহুমের লাশ রাত্রে পৌছালে ৮ মে সকাল ১১ ঘটিকায় সময় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। এতে এক হাজারের মত লোক জানাযায় অংশ গ্রহন করেছেন বলে সূত্র জানায়।