ষ্টাফ রিপোর্টার :- দিনাজপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নবাগত সহকারি পরিচালক এস এম সুলতানুল আরেফিন নকল, ভেজাল ও আন রেজিষ্ট্রার্ড ঔষধ বিক্রি এবং ব্যবহার না করার জন্য ব্যবসয়ী ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বিকালে দিনাজপুর হোমিওপ্যাাথিক মেডিক্যাল এসোসিয়েশন আয়োজিত এক মত বিনিময় সভায় এই আহ্বান জানান। হোমিও চিকিৎসকদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বালুবাড়িস্থ দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশনের কার্যালয়ে। এসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আব্দুর রশিদ তোতা এতে সভাপতিত্বে করেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক এস এম সুলতানুল আরেফিন প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, নকল ভেজাল ও আন রেজিষ্টার্ড ঔষধ ব্যবহার রোগীর জীবন বিপন্ন করতে পারে। আইনের দিক থেকেও এগুলো অপরাধ। ধরা পড়লে শাস্তি ও জরিমানা হতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
তিনি ঔষধের সঠিক ব্যবহার এবং হয়রানি হতে মুক্তি লাভের জন্য সবাইকে ড্রাগ লাইসেন্স করার পরামর্শ দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর হোমিওপ্যাাথিক মেডিক্যাল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ডা. মো. তসলিমউদ্দিন। বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আজহারুল আজাদ জুয়েল। বক্তব্য রাখেন ডা. বাসুদেব, ডা. রায় প্রমুখ। সভা পরিচালনা করেন দিনাজপুর হোমিওপ্যাাথিক মেডিক্যাল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ডা. মো. শামীম। সভাপতির ভাষণে ডা. শেখ আব্দুর রশিদ তোতা করোনা ভাইরাসের ব্যাপারে সাধারন মানুষকে আতংকিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।