স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও সেচ্ছাসেবকলীগ নেতা শেখ শাহ আলমের মাতা মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও ত্রান বিতরণ সম্পন্ন হয়েছে।
মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৭ জুলাই বুধবার বাদ আসর শহরের কাঞ্চন কলোনী শাহী জামে মসজিদ প্রাঙ্গনে পরিবারের পক্ষে আয়োজিত দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও সেচ্ছাসেবকলীগ নেতা শেখ শাহ আলমের মাতা মরহুমা আনোয়ারা বেগম ও পিতা মরহুম আব্দুল আজিজ শেখের আত্বার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করেন মুসল্লীরা। এরপরে মসজিদের মুসল্লী এবং কাঞ্চনকলোনী এলাকার মুরব্বী ও আত্বীয়স্বজনদের সাথে নিয়ে লালবাগ গোরস্থানে শেখ শাহ আলম তার পিতা-মাতার কবর জিয়ারত করেন ।
দোয়া মাহফিল ও কবর জিয়ারতে মরহুমা আনোয়ারা বেগম এবং মরহুম শেখ আব্দুল আজিজসহ সারা দুনিয়ার মুসলিম উম্মার আত্বার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়অ পরিচালনা করেন কাঞ্চন কলোনাী শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি এ্যাড.ইউনুস আলী, ওবাইদুর রহমান গোল্ডেন, শেখ মো: সাঈদ আলী শেখ মো: ওহিদুল ইসলাম, শেখ আতাউর রহমান, মো: সালাউদ্দীন
এসময় করোনার কারণে কর্মহীন স্থানীয় অসহায় ৭ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তার চাউল বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সেচ্ছাসেবকলীগ নেতা শেখ শাহ আলম।