দিনাজপুর বার্তা২৪.কম : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বঙ্গবন্ধু হত্যা মামলা ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেছেন মরহুম শরিফুল আহ্সান লাল ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী, কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করতেন না।
আজ ৫ মে বিকেলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম শরিফুল আহ্সান লাল এর বাসভবনে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন মরহুম শরিফুল আহ্সান লাল দেশের প্রয়োজনে জীবন বাজি রেখে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন এবং সারাজীবন বাংলাদেশ আওয়ামীলীগের একজন একনিষ্ট কর্মী হিসেবে কাজ করে গেছেন।
এসময় মরহুমের সহ-ধর্মীনি জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধা: সম্পাদক আতাউর রহমান আজাদ (বাবলু), জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম রহমান বাবুল, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী শাহ্ ও মরহুমের পুত্র জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক তায়েফ বীন-শরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।