দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মো: মমিনুল ইসলাম এর অভিষেক
মোফাচ্ছিলুল মাজেদ নভেম্বর ১১, ২০১৮, ৮:৫৯ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৭০ বার |

দিনাজপুর বার্তা২৪.কম : ১১ নভেম্বর রবিবার দিনাজপুর সদর উপজেলা ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: মমিনুল ইসলাম এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল থেকেই সকল শ্রেণী পেশার মানুষ ৪নং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে ভীড় জমাতে থাকে। দুপুরে অভিষেক অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে মো: রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, এসময় ৪নং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অরবিন্দু রায়, সাধারণ সম্পাদক সানি সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাদ্দাম, রুমান, রফিক, ইমরান, আকাশ, আরমান প্রমূখ উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে ৪নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কূলসুম বানু, ৪নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনির উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শহীদ জমির উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামীলগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার সাদাত, ৪নং শেকপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল্লা, ছায়া রাণী রায়, মজিবুর রহমান, ওবায়দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়