দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির মত বিনিময় সভা গ্রন্থাগারের তথ্য সংরক্ষণে ডিজিটালাইজেশন
করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা
মোফাচ্ছিলুল মাজেদ ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে ১৭৯ বার |

ষ্টাফ রিপোর্টার : ইনফরমেশন ডিজিটালাইজেশন এন্ড আর্কাইভ শীর্ষক এক মত বিনিময় সভায় আলোচকগণ এই মর্মে একমত হয়েছেন যে, ডিজিটাল প্রযুক্তির এই সময়ে সকল তথ্যই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত হওয়া দরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় সাসটেইনেবল নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি সংগঠণের সহযোগিতায় হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির উদ্যোগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির সহসভাপতি মোজাম্মেল হক। আলোচনা করেন গবেষক মুহাম্মদ লুৎফুল হক, সাসটেইনেবল নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ কামার মুনীর, সেক্টর কমান্ডার ফোরাম এর জেলা সভাপতি আবুল কালাম আজাদ, হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইফুদ্দীন আখতার, উপন্যাসিক লায়লা চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের শফিকুল ইসলাম, বিএসডিএ পরিচালক ড. আব্দুস ছালাম, বিরল মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, বোর্ডহাট কলেজের প্রভাষক বিধান দত্ত, জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ^াস, সংগীত ডিগ্রী কলেজের ইশতিয়াকুল আলম চৌধুরী প্রিন্স, স্পীড নেটওয়ার্কের সিইও সাফায়েত হোসেন সজীব, শিক্ষক আকরাম হোসেন, হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান মিজানুর রহমান প্রমুখ। সভা সঞ্চালন করেন সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল। আলোচকদের মধ্যে মুহাম্মদ লুৎফুল হক বলেন, হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি বাংলাদেশের অন্যতম প্রাচীনতম লাইব্রেরি এবং অনেক মূল্যবান সংগ্রহ রয়েছে এখানে। এগুলোকে ডিজিটালাইজড করতে পারলে স্থায়ী সংরক্ষণ যেমন হবে, তেমনি বিশ^ সম্প্রদায় উপকৃত হবে।
সাসটেইনেবল নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ কামার মুনীর বলেন, বাংলাদেশের আবহাওয়াজনিত কারণে অনেক মূল্যবান ডকুমেন্ট নষ্ট হয়ে যায়। ডিজিটালাইজেশন করা হলে এগুলো চিরস্থায়ী সংরক্ষণের নিশ্চয়তা তৈরী হবে।
অন্যান্য আলোচকগণ ডিজিটালাইজেশনের পক্ষে অভিমত ব্যক্ত করে বলেন, পৃথিবী তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলছে। এর সাথে আমাদের সবাইকে সমন্বয় করতে হবে। তরুণ সমাজ এখন সরাসরি বই পড়তে আগ্রহী নয়, তবে ওয়েবে বই পড়ে। তাই সময়ের সাথে তাল মিলিয়ে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরিকে ডিজিটালাইজেশন করা গেলে তরুণ সমাজও ডিজিটাল প্রক্রিয়ায় এখানে সংরক্ষিত বই পড়ার প্রতি আকৃষ্ট হবে।

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO