হিলি (দিনাজপুর) প্রতিনিধি://
হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার সহ ২ মাদক চোরাচালান ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল হাকিম আজাদ জানান, রোববার ভোরে হিলি সীমান্ত এলাকায় একদল মাদক চোরাকারবারীদের ধাওয়া করে ৫০ বোতল ফেন্সিডিল ও ১শ পিচ নেশাজাতীয় (CUPIGESIC) ইনজেকশন সহ ২ মাদক চোরাচালান ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন হাকিমপুর উপজেলার দেবখন্ডা গ্রামের মৃত ওমর আলীর ছেলে জনি ও দক্ষিন বাসুদেবপুর গ্রামের আমির সরকারের ছেলে মিন্টু সরকার।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করেছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।