ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে হিলিতে নারী উদ্যোক্তা মেলা

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ১৭, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি :

সীমান্তঘেঁষা দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনুষ্ঠিত হয়ে গেলো নারী উদ্যোক্তা মেলা। সেখানে নারী উদ্যোক্তারা তাদের নিজ হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। হাতে তৈরি এসব পণ্য কিনতে সুলভে মেলায় দর্শনার্থীর
উপচেপড়া ভিড় ছিল।

মহান বিজয় দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ চত্বরে এই নারী উদ্যোক্তা মেলার ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও ইউএনও অমিত রায়।

এসময় সেখানে সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ওসি মো: দুলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় নারী উদ্যোক্তারা শিশু ও নারীদের জন্য হাতের তৈরি বিভিন্ন পোশাক,শীতের নানা প্রকারের পিঠাসহ বিভিন্ন খাবার ও প্রসাধনী সামগ্রীর ১৬ টি স্টল বসান। এরপর রাত ৯ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা,পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী উদ্যোক্তা মেলা সমাপ্ত ঘোষনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।