দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
জামিন জালিয়াতি করে ১০৬ আসামিকে মুক্তি: পাঁচজনকে ১৪ বছরের সাজা
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১০:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৫৪১ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স //  জামিন জালিয়াতি করে ১০৬ আসামিকে মুক্ত করার মামলায় ঢাকার এক বেঞ্চ সহকারীসহ পাঁচজনের প্রত্যেককে ১৪ বছরের কারাদ-াদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ দ-াদেশ দেন। দ-াদেশপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বরখাস্তকৃত বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ভূঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের কর্মচারী শেখ মো. নাঈম, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের উমেদার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মো. ইসমাইল। রায়ে বিচারক দ-বিধির ৪৬৬ ও ৪৭১ ধারায় আসামিদের ১৪ বছর করে কারাদ-াদেশ দেন। একই সঙ্গে দুটি ধারায় প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে দুই মাস কারাদ-ের আদেশ দেন। এ ছাড়া উভয় ধারায় দেওয়া সাজা একই সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক। আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) শওকত আলম বিষয়গুলো জানিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১২ আগস্ট ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ নাঈমসহ অজ্ঞাত কয়েকজন বিচারাধীন ৭৬টি মামলায় বিচারকের সিল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিননামা তৈরি করে ১০৬ আসামিকে মুক্ত করেন। এ ঘটনাটি একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. উবায়দুল করিম আকন্দ কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরবর্তী সময়ে ২০১৬ সালের ১৫ মার্চ তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শফিউল্লাহ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জামিন জালিয়াতি করে মুক্তি পাওয়ার ঘটনায় করা এ মামলার তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। বিচারক তদন্ত কর্মকর্তাকে সতর্কও করে দিয়েছেন। রায় ঘোষণার সময় বিচারক বলেন, তদন্ত কর্মকর্তা অদক্ষতা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে এসব কথা বলেন।

এই পাতার আরো খবর -
১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:১৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:০৫ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৪৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:৫৬ অপরাহ্ণ
এশা রাত ৮:২৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO