বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শহর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১১ নভেম্বর শনিবার সকালে দিনাজপুর শহর যুবলীগের উদ্যোগে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় হতে বের হয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। র্যালীতে অংশ নেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. সাইফুল ইসলাম ও শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সহ সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আখতারুজ্জামান পলাশ, সাংগঠনিক সম্পাদক হাসিনুর রহমান বিপ্লব, শুভ ঘোষ, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সংগঠনের সকল নেতাকর্মী।
র্যালীশেষে দলীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথিসহ শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, শহর যুবলীগের সকল নেতৃবৃন্দসহ প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী।