দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে শনিবার দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১৮ উপলক্ষে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভায় বক্তব্য রাখেন প্যানেল প্রধান মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন।
সভায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুজ্জামান জাহানী’র সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সাধারণ আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আইনজীবী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান আইনজীবী এইচ এ এম জহিরুল ইসলাম খান, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম, সিনিয়র আইনজীবী বীরমুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র গুহ. ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকারের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রার্থীদের পরিচিয় করিয়ে দেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি। পরিচিতি সভায় দিনাজপুরের প্রবীণ আইনজীবী মো. ইসাহক, আইনজীবী আজিজুল ইসলাম জুগলু, আইনজীবী হামিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সারোয়ার আহমেদ বাবু, নির্বাহী সদস্য এ্যাড আবদুল মাসুদ উজ্জল, এ্যাড. মোকসেদুর রহমান শাহজাদা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৪ মে সোমবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের প্রায় ৪২ হাজার আইনজীবী ভোট প্রদান করবেন বলে জানা গেছে।