নবাবগঞ্জ সংবাদাতা ॥ চলমান লকডাউনে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে বাস চলাচল শুরু হয়েছে।
গত সোমবার থেকে সীমিত আকারে কিছু বাস ওই সড়কে চলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই সড়কে নবাবগঞ্জ উপজেলাধীন দলারদরগা বাসস্ট্যান্ডে গিয়ে বাস চলাচল করতে দেখা যায়।
উল্লেখ্য, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ি আগামী বৃহস্পতিবার থেকে ‘শর্ত সাপেক্ষে’ গণপরিবহন চালুর কথা থাকলেও তিনদিন আগে থেকেই দিনাজপুরের বিভিন্ন সড়কে বাস চলাচল শুরু হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর বাস টার্মিনাল থেকেও অনেক বাস ছেড়ে যেতে দেখা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।