নবাবগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সম্প্রতি কোভিড-১৯ নিয়ন্ত্রণে উপজেলার শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান-সদস্য, আনসার-ভিডিপি, পুলিশ ও গন্যমান্য ব্যক্তি সমন্বয়ে সচেতনতা বৃদ্ধি করা, শতভাগ মাস্ক ব্যবহারনিশ্চিত করা আবশ্যক। এ বিষয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করা হয়। থানার অফিসার ইনচার্জ জানান, উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।