দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরে ’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
মোফাচ্ছিলুল মাজেদ জুন ১৮, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে ২১১ বার |

স্টাফ রিপোর্টার: দিনাজপুরে ’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালে তাঁর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প-২০২১ এর ঘোষণা দেন।

প্রধান অতিথি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশের বিভিন্ন সক্টরে (যেমন-শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অন্যান্য) প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের কথা বলেন। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শেষে মাননীয় প্রধানমন্ত্রী এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। ২০৪১ সালে বাংলাদেশ একটি স্মার্ট বাংলদেশে পরিণত হওয়ার চারটি ভিত্তির (১. স্মার্ট সিটিজেন ২.স্মার্ট সোসাইটি ৩. স্মার্ট ইকোনমি ৪. স্মার্ট গর্ভন্যান্স) গুরুত্বের কথা বলেন। স্মার্ট বাংলদেশ নির্মাণে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলদেশ বিনির্মাণ করা সম্ভব।তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০২২ সালে স্মার্ট বাংলদেশ গড়ার ঘোষণা দেন যা চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এ চতুর্থ শিল্প বিপ্লবের কিছু চ্যালেঞ্জ আছে, যা মোকাবেলা করতে পারলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সেই স্মার্ট বাংলদেশ গড়ে তুলতে সক্ষম হব এবং একই সাথে দিনাজপুর জেলাকে স্মার্ট হিসিবে গড়ে তোলার জন্য বিভিন্ন সেক্টরকে একত্রে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধরী, খানসামা উপজেলা চেয়ারম্যান মোঃ সফিউল আযম চৌধুরী এবং পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো: রোস্তম আলী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ১৪০জন উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO