দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরে রোভার স্কাউটদের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালন
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ৪:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫৯৬ বার |

দিনাজপুর  ॥ বৈশ্বিক উষ্ণতা রোধে এগিয়ে আসুন এই প্রতিপাদ্য প্রত্যয় নিয়ে বাংলাদেশ স্কাউটের প্রচারে ও বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা এবং দিনাজপুর জেলা রোভার স্কাউট ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উক্ত অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা রোভারের সহঃ কমিশনার স্কাউটার মোঃ জাহেদুর রহমান, সম্পাদক জহুরুল হক, জেলা স্কাউটের সম্পাদক মোঃ মশিউর রহমান, স্কাউটার আকরাম হোসেন, স্কাউটার মোঃ শাফিউর রহমান, স্কাউটার মোঃ আব্দুস সালাম, রোভার সুদিপ্ত রায়, রোভার মামুনুর রশিদ, রোভার মিঠুন, রোভার মেহেনাজ খাতুন মুন্নি প্রমুখ।

পৃথিবিকে বাসযোগ্য করে তোলার দায়িত্ব সকলের।এই ধরিত্রিকে রক্ষায় বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপি সকল পর্যয়ে আজ ২৫ মার্চ ২০১৭ “আর্থ আওয়ার” পালন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা ও জেলা রোভার জনসচেতনতা বৃদ্ধি মূলক মানব বন্ধন কর্মসূচী পালন করে। উক্ত কর্মসূচতে স্কাউটার, রোভার, স্কাউট মিলে ১৪২ জন অংশগ্রহন করে।

এই পাতার আরো খবর -
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO