দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুর সরকারী কলেজের নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটে ওমর ফারুক বাহাদুর’কে সভাপতি ও এবিএম তৌশকুর রহমান (শুভ) কে সাধারন সম্পাদক করে কমিটি গঠন
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১৮, ২০১৭, ৬:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ২,০৬২ বার |

দিনাজপুর বার্তা২৪.কম  : দিনাজপুর সরকারি কলেজের নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের এক বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সরকারি কলেজের মুক্তমঞ্চে নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের আহবায়ক ও আজীবন সদস্য সনৎ চক্রবর্তী লিটু অনুষ্ঠান পরিচালনা করেন এবং ১৪২৪ বঙ্গাব্দের ১ বছর মেয়াদী নতুন কমিটির নাম প্রস্তাব করেন।
নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের ওমর ফারুক বাহাদুর’কে সভাপতি ও এবিএম তৌশকুর রহমান (শুভ) কে সাধারন সম্পাদক সহ ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি সর্ব-সম্মতি ক্রমে গঠন করা হয়। কার্যকরি কমিটির সহ-সভাপতি পদে দেদীপ্ত সরকার, জাকারিয়া জিগার, সোহাগ আলী খাঁন, সহ-সাধারন সম্পাদক পদে সাদ্দাম হোসেন সুমন, হেমপ্রভা রায়, সাংগঠনিক সম্পাদক পদে শামা লতিফ ঐশী, সহ-সাংগঠনিক সম্পাদক রুদ্র সাহা, সঙ্গীত সম্পাদক সূবর্না রায়, সহ-সঙ্গীত সম্পাদক তন্নী দাস নৃত্য সম্পাদক জ্যোতি সিং, সহ নৃত্য সম্পাদক তপন রায়, নাট্য সম্পাদক কার্তিক রায়, সহ-নাট্য সম্পাদক শামীমা ইসলাম, দপ্তর সম্পাদক অঙ্কিতা, সহ-দপ্তর ইবনে সাহাল, প্রচার সম্পাদক সাইফুর রহমান, সহ-প্রচার সম্পাদক গিরশ চন্দ্র, অর্থ সম্পাদক মনিকা আরাফাত, সহ-অর্থ সম্পাদক অরভিয়াস ফাহমি সাকিব, মঞ্চ ও সাজসজ্জা সম্পাদক পার্থ প্রতিম দাস, সহ মঞ্চ ও সাজসজ্জা সম্পাদক অপর্ণা বিশ্বাস, কার্যকরী সদস্য ফাল্গুনি বিশ্বাস, ইফতেখার ইফতি, ধারত্রী রায়, জামাল মাহমুদ/জীবন নির্বাচিত হয়েছেন।

এই পাতার আরো খবর -
১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:১৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:০৫ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৪৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:৫৬ অপরাহ্ণ
এশা রাত ৮:২৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO