দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
আবারো হলিউড ছবিতে প্রিয়াঙ্কা প্রভাসের প্রেমে পড়লেন আলিয়া
মোফাচ্ছিলুল মাজেদ মে ১৫, ২০১৭, ৪:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭২২ বার |

দিনাজপুর বার্তা২৪.কম॥ ‘বাহুবলি’ ছবিটি দিয়েই সর্বাধিক আলোচনায় এসেছিলেন দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাস। এরপর তার চাহিদা বেড়ে যায় আনেক। কিছুদিন আগেই ‘বাহুবলি-২’ মুক্তি পেয়ে ছবিটি ইতিমধ্যে রেকর্ড গড়েছে। এরই মধ্যে ১৭০০ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি, যা ভারতের ইতিহাসে রেকর্ড। সেই সঙ্গে প্রভাসের জনপ্রিয়তাও এখন আকাশছোঁয়া। ভারতের সবচাইতে দামি নায়ক এখন তিনি। তিনি প্রতি ছবিতে এখন সম্মানী নিচ্ছেন ৩০ কোটি রুপি। আর এবার এই প্রভাসের প্রেমেই পড়লেন বলিউডের চলতি সময়ের সব থেকে মেধাবী অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি বিষয়টি শেয়ার করেছেন তিনি মিডিয়ার সঙ্গে। এমনকি প্রভাসের সঙ্গে অভিনয় করার ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি। আলিয়া বলেন, ‘বাহুবলি-২’ দেখার পর আমি রীতিমতো তার প্রেমে পড়ে গেছি। আমার অন্যতম প্রিয় অভিনেতা প্রভাস। আমি চাই তার সঙ্গে কাজ করতে। সামনে এমন সুযোগ পেলে আমি আনন্দিত হবো খুব। দেখা যাক কি হয়। এদিকে প্রভাসের প্রতি প্রেমের বিষয়টি আলিয়া প্রকাশ করতেই এ নিয়ে হইচই পড়ে হয়ে যায় বলিউড পাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে চলছে জোর আলোচনা

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO