দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

মরহুম জননেতা এম আব্দুর রহিমের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া-মাহফিল অনুষ্ঠিত
মোফাচ্ছিলুল মাজেদ নভেম্বর ২২, ২০২২, ১:২৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ২৪০ বার |

দিনাজপুর:
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম জননেতা এম আব্দুর রহিমের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে পৌর, সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনসমুহ আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু।

দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সহ সভাপতি রাখি, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমান বকুল, অনুপ কুমার দে, আলহাজ¦ জিয়াউর রহমান নওশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, নওশাদ ইকবাল কলিন্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ভুট্টো, ফয়সল ইবনে আজিজ চঞ্চল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, জেলা তাঁতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়িকা খ্রিষ্টিনা লাভলী দাস, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল।

আলোচনা সভাশেষে মাওলানা মো. মুনসেফ আলীর পরিচালনায় দোয়া-মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকল স্তরের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, এম. আব্দুর রহিম ১৯২৭ সালের ২১ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়