ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুওে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয় সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ১০, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ১০ ডিসেম্বর রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এর বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহম্মেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। সাংবাদিকদের পক্ষে আলোচনায় অংশ নেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক রতন সিং, তফায়েল আহম্মেদ জুয়েল, আবু বক্কর সিদ্দীক, তনুজা শারমিন তনু, মোঃ খাদেমুল ইসলাম, সুলতান আহম্মেদ, রবিকুল ইসলাম ফুলাল, রিয়াজুল ইসলাম, এমদাদুল হক, আকরাম হোসেন বাবলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সিভিল সার্জন ডাঃ বোরহান-উল-ইসলাম সিদ্দিকী সভাপতির বক্তব্যে তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৭ হাজার ২শত ৩২জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু সংখ্যা ৫০৮জন, মোট ৩৪ লক্ষ ৩হাজার ৭৪০জন শিশুর ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষমাত্রা ধরা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য স্থায়ী কেন্দ্র ১৫টি, অস্থায়ী কেন্দ্র ২হাজার ৫শত ৮৯টি, অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) ১২টি। মোট কেন্দ্র ২হাজার ৬১৬টি। এই কর্মসূচির বাস্তবায়নের জন্য স্বাস্থ্য বিভাগেও মাঠকর্মী (এইচএ) ২শত ৬২জন, পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠকর্মী (এফডাবএ) ৩শত ৮৬জন, স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) ৫হাজার ২৩২জন। মোট ৫হাজার ৮৮০জন কর্মী মাঠ পর্যায়ে কাজ করবেন। তিনি আরোও বলেন, ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ খাওয়ালে শিশুর কোনো প্রকার পাশ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার ঝুঁকি নেই। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন দিনাজপুর জেলা (ভারপ্রাপ্ত) ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ সাইফুল ইসলাম ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।