দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
অপরাজেয় নারীর চরিত্রে তারিন
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১১:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৪,২১২ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স //  বিনোদন: জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। টিভি পর্দায় নানান চরিত্রে অভিনয়ের জন্য তুমুল আলোচিত। সেই ধারাবাহিকতায় এবার তারিনকে দেখা যাবে এক অপরাজেয় নারীর চরিত্রে। মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনার আদলে নির্মাণ হয়েছে নাটক ‘পুনশ্চঃ জয়ীতা’। এতে জয়ীতার চরিত্রেই অভিনয় করেছেন তারিন। শ্রাবণী ফেরদৌস ও শুভ্র খানের যৌথ পরিচালনায় ঢাকার উত্তরা, রূপগঞ্জ ও তার আশেপাশের এলাকায় নাটকটির দৃশ্যায়ন শেষ হয়েছে সমপ্রতি। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, আমাদের মুক্তিযুদ্ধে অনেক ঘটনাই ঘটেছে। যা এ প্রজন্মের অজানা। এ নাটকটিতে তেমনই কিছু অজানা গল্প দেখা যাবে। অনেক চরিত্রেই দর্শক আমাকে দেখেছেন এর আগে। এবার এ ধরনের একটি চরিত্রে অভিনয় করে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। তাছাড়া নাটকে বেশ কজন প্রিয় মানুষ সহশিল্পী হিসেবে আছেন। আশা করছি সবার ভালো লাগবে। নাটকটির গল্পে দেখা যাবে, তারিন একজন চলচ্চিত্র পরিচালক। যিনি একটি ছবি নির্মাণ করে দেশ বিদেশে তুমুল আলোচনায় আসেন। মুক্তিযুদ্ধের সময় তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা অবলম্বনে নির্মাণ হয় সে চলচ্চিত্র। এভাবেই এগিয়ে যাবে। তারিন ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ডলি জহুর, আল মামুন, আশরাফুল আশীষ, খায়রুল টিপুসহ থিয়েটারের  ৫০ জন অভিনেতা ও অভিনেত্রী। এটি রচনা করেছেন শ্রাবণী ফেরদৌস। নির্মাতা শুভ্র খান বলেছেন, প্রেক্ষাপটটি সমসাময়িক কিন্তু ভেতরে গল্প ৭১-এর। তাই ৭১ এর সময়কে যেমন তুলে আনতে হয়েছে তেমনি এখনকার সময়ও। আশা করছি গল্পটি অন্যরকম একটি আবেদন তৈরি করবে দর্শকের কাছে। নির্মাতা আরো জানান আগামী ২৬শে মার্চ নাটকটি আরটিভিতে প্রচার হবে।

এই পাতার আরো খবর -
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৩ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৩ অপরাহ্ণ
এশা রাত ৭:০৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO