দিনাজপুর বার্তা২৪ ডেক্স: আওয়ামী লীগের ঘাটি বলে পরিচিতি দিনাজপুরের ৬টি আসনেই নৌকার জয়-জয়কার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে জয়ী হয়েছে।
গতকাল রোববার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় বেসরকারী এই ফলাফল পাওয়া যায়।
দিনাজপুর-১ আসনে ১ লাখ ৯৮ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপাল (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বীরগঞ্জ পৌরসভার মেয়র ও বিএনি প্রার্থী মোহাম্মদ হানিফ (ধানের শীষ) পেয়েছেন ৭৮ হাজার ৯২৮ ভোট।
দিনাজপুর-২ আসনে ২ লাখ ৯৭ হাজার ০৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাদিক রিয়াজ (ধানের শীষ) পেয়েছেন ৪৮ হাজার ৮৬১ ভোট।
দিনাজপুর-৩ আসনে ২ লাখ ৩০ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের মোঃ খায়রুজ্জামান (হাতপাখা) পেয়েছেন ৩৯ হাজার ২৪৭ ভোট।
দিনাজপুর-৪ আসনে ২ লাখ ৩২ হাজার ১১২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মোঃ আখতারুজ্জামান মিয়া (ধানের শীষ) পেয়েছেন ৬০ হাজার ৮৭২ ভোট।
দিনাজপুর-৫ আসনে ১ লাখ ৯১ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৯৯ ভোট।
দিনাজপুর-৬ আসনে ২ লাখ ৮১ হাজার ৮৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শিবলী সাদিক (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দক্ষিণ জেলা জামায়াতের আমীর বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) ৬৯ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন।
নির্বাচনে ১ মহিলাসহ ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপাল (নৌকা), বিএনপি সমর্থিত জামায়াতের মোহাম্মদ হানিফ (ধানের শীষ), জাতীয় পার্টির মোঃ শাহিনুর ইসলাম (লাঙ্গল), জাগপার মোঃ আরিফুল ইসলাম (হুকা), মুসলিম লীগের সৈয়দ মনজুর-উল করিম (হারিকেন) এবং ইসলামী আন্দোলনের মোঃ আশরাফুল আলম (হাতপাখা)।
দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী (নৌকা), বিএনপির মোঃ সাদিক রিয়াজ (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোঃ হাবিবুর রহমান (হাতপাখা), জাতীয় পার্টির মোঃ জুলফিকার হোসেন (লাঙ্গল) ও মুসলিম লীগের মোঃ এরশাদ হোসেন (হারিকেন)।
দিনাজপুর-৩ আসনে আওয়ামী লীগের ইকবালুর রহিম (নৌকা), ইসলামী আন্দোলনের মোঃ খায়রুজ্জামান (হাতপাখা), বিকল্প ধারার মোঃ আশরাফুল ইসলাম (কুলা), সিপিবির মোঃ বদিউজ্জামান (কাস্তে) ও মুসলিম লীগের সৈয়দ মাহমুদ-উল- করিম (হারিকেন)।
দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী (নৌকা), বিএনপির মোঃ আখতারুজ্জামান মিয়া (ধানের শীষ), সিপিবির মোঃ রেয়াজুল ইসলাম (কাস্তে), মুসলিম লীগের মোঃ মোজাফ্ফর হোসেন (হারিকেন), জাপার মোঃ মোনাজাত চৌধুরী (লাঙ্গল), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোঃ সাজেদুল আলম চৌধুরী (কোদাল) এবং ইসলামী আন্দোলনের মোঃ মিজানুর রহমান (হাতপাখা)।
দিনাজপুর-৫ আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান (নৌকা), বিএনপির এজেডএম রেজওয়ানুল হক (বিএনপি), ইসলামী আন্দোলনের মোঃ মতিউর রহমান (হাতপাখা), মুসলিম লীগের মোঃ শফিকুল ইসলাম (হারিকেন), জাপার সোলায়মান সামী (লাঙ্গল) এবং পিপলস পার্টির শওকত আলী (আম)।
দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের শিবলী সাদিক (নৌকা), বিএনপি সমর্থিত জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), পিপলস পার্টির শাহিদা খাতুন (আম) এবং ইসলামী আন্দোলনের নুর আলম সিদ্দিক (হাতপাখা)।