দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ লুইস
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১১:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৫৮৪ বার |

দিনাজপুর বার্তা২৪স্পোর্ট// উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ দাভিদ লুইস। তবে কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করছেন চেলসির এই সেন্টার ব্যাক।

গত গ্রীষ্মে দুঙ্গার বিদায়ের পর তিতে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলে ব্রাত্য হয়ে আছেন লুইস। যদিও পিএসজির এই সাবেক সেন্টার ব্যাক বর্তমান দল চেলসির হয়ে নিয়মিত খেলার মধ্যে আছেন।

এ কারণেই হতাশাটা আড়াল করতে পারেননি লুইস। ইভিনিং স্ট্যান্ডার্ডকে এই ব্রাজিলিয়ান বলেন, “ব্রাজিল দলে থাকতে না পেরে আমি হতাশ কিন্তু তাদের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি।”

“আমি নিয়মিত খেলছি এবং দলে ফেরার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

বাদ পড়ার কারণ নিয়ে প্রশ্ন করা হলে লুইস জানান, তাকে কোনো কারণ বলা হয়নি। তবে বাদ পড়ে হতাশ হলেও অন্যরকম লাভ হচ্ছে তার। চোটগ্রস্ত হাঁটুকে ভালোমতো বিশ্রাম দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে লুইস নিজেই জানিয়েছেন।

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO