দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
লালবাগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
মোফাচ্ছিলুল মাজেদ অক্টোবর ২০, ২০১৭, ৯:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,০৮৮ বার |

দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর শহরের লালবাগ ফুটবল খেলার মাঠে পান্না স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার বিকালে এ খেলায় সৈয়দপুর ফুটবল একাদশ বনাম সদর উপজেলা নশিপুর ফুটবল ক্লাব অংশ নেয়। খেলায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। লালবাগ উন্নয়ন পরিষদের আয়োজনে ও লালবাগ গোরস্থান দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব মোঃ কায়সারুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন লালবাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রেজওয়ানুর রহমান পলাশ। এর আগে একই স্থানে হুইপ ইকবালুর রহিম এমপি জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে স্থাপিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন। প্রথমে প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি বেলুন উড়িয়ে চুড়ান্ত খেলার শুভ সূচনা করেন।

এই পাতার আরো খবর -
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO