প্রেস বিজ্ঞপ্তি : ০৭-০৯-২০২১ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় উপমহাপরিদর্শকের কার্যালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুর কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। পুলহাটস্থ মেসার্স জিয়া অটো রাইস মিল, আউলিয়াপুর, সদর, দিনাজপুর ও মেসার্স বেঙ্গল অটো রাইস মিল, মাঝিপাড়া, সদর, দিনাজপুর কারখানা ২টিতে উক্ত কর্মসূচী পালন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন জাতের ফলদ যেমন আম এবং ঔষধি গাছ যেমন নিম ও ঘৃতকুমারি রোপণ করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, দিনাজপুর জেলার উপমহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম অধিদপ্তর, দিনাজপুর এর উপ পরিচালক মোহাঃ আবুল বাসার। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুর এর শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ জুলফিকার আলী ও মোঃ জাহাঙ্গীর আলম এবং শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) সুদীপ্ত রায় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম অধিদপ্তর, দিনাজপুর এর শ্রম কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম ও হুমায়ুন কবীর অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। মেসার্স জিয়া অটো রাইস মিল এর পক্ষে উপস্থিত ছিলেন একাউন্টস অফিসার বাবুল রায় ও ব্যবস্থাপক মোঃ মেজবাউল আলম। মেসার্স বেঙ্গল অটো রাইস মিল এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, সহকারি ব্যবস্থাপক মোঃ সেলিম আহমেদ এবং সহকারি ব্যবস্থাপক (একাউন্টস) মোঃ জাকির হোসেন।