
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের নিজস্ব অর্থায়নে ২৪ জুন ২০২৩ শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের পুলহাটে ছয়তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা চাউল কল মালিক গ্রুপের ছয়তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর ফলকের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হুসেন, সহ সভাপতি ফরহাদ মতিন চৌধুরী, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সাবেক সাধারন সম্পাদক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, যুগ্ম সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান ডাবলু, প্রচার সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, ধর্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আবু বক্কর সিদ্দিক, মোঃ আব্দুল হান্নান, রজত বসাক, মোঃ হাবিবুর রহমান, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্লাহ জেমিসহ চাউল কল মালিক গ্রুপের ব্যবসায়ীবৃন্দ। নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্বে চাউল কল মালিক গ্রুপের অফিস কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                