ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে উপজেলা পর্যায়ে প্রতি কেজি ২৪ টাকায় বিক্রি হবে খোলা আটা

মোফাচ্ছিলুল মাজেদ
আগস্ট ৩০, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি : দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে দিনাজপুরে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে ভর্তুকি মূল্যে আটা বিক্রি শুরু হবে।

বর্তমানে দিনাজপুর শহরে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি চলছে।

আগামী ১ সেপ্টেম্বর হতে দিনাজপুর জেলার ১২ টি উপজেলায় ওএমএস এ সুলভমূল্যে আটা বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী উপরোক্ত তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে দিনাজপুর শহরে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি চলছে। আগামী ১ সেপ্টেম্বর হতে দিনাজপুর জেলার ১২ টি উপজেলায় ওএমএস এ সুলভমূল্যে আটা বিক্রি শুরু হবে। দিনাজপুরের ১২ টি উপজেলায় ১২ মেট্টিক টন আটা প্রতিদিন বিক্রয় করা হবে। নির্ধারিত বিক্রয় কেন্দ্রগুলো থেকে সাধারণ মানুষ প্রতি কেজি খোলা আটা ২৪ টাকায় ক্রয় করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।