ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

২২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছেছে ইন্দোনেশিয়ার জাহাজ

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ৩১, ২০২০ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞিপ্তি :- ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) জন্য ২২ হাজার ২২০ মেট্রিকটন কয়লা নিয়ে একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি বন্দরে ভেড়ানোর আগে করোনা ভাইরাসসহ সব ধরনের মেডিকেল পরীক্ষার পর জাহাজ থেকে কয়লা খালাসের অনুমতি দেয় পায়রা বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের জন্য ২২ হাজার ২২০ মেট্রিকটন কয়লা নিয়ে একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি বন্দরে নোঙরের আগে ক্রুদের শরীরের তাপমাত্রা রেকর্ড করা হয়। একইসঙ্গে জাহাজের ক্রুরা করোনা ভাইরাসমুক্ত-শিপিং এজেন্ট এ সম্পর্কিত সার্টিফিকেট সাবমিট করে। তারপরও ক্রুদের জেটিতে নামতে দেওয়া হয়নি।

এছাড়া জাহাজটি বন্দরে ভেড়ানোর আগে উপজেলা মেডিকেল অফিসারকে নিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং বিসিপিসিএল মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে। কয়লা খালাস করে জাহাজটি বুধবার বন্দর ছেড়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।