বিরল সংবাদদাতা ॥ দিনাজপুর বিরল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন মেরাগাও গ্রামের একটি বাড়ী থেকে ৪টি গাজার গাছ সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর বিরল থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন সোমবার সকাল ১০টায় তার নেতৃত্বে বিরল উপজেলার দক্ষিন মেরাগাও গ্রামের আব্দুল গফুর মিয়ার পুত্র আহম্মেদ আলী (৪২) এর বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ীতে গাজা চাষ করা স্থান থেকে ৪টি গাজার গাছসহ আহম্মেদ আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৪টি গাজার গাছ সাড়ে ৭ কেজি ওজন হয়েছে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, আহম্মেদ আলী নিজে গাজা সেবন করে এবং নিজের বাড়ী থেকে মাদকাসক্তদের নিকট গাজা বিক্রি করে। তার বাড়ীতে বহিরাগত লোকজন প্রায়ই এসে গাজা ক্রয় করে নিয়ে যায়। আবার অনেকেই তার বাড়ীতে বসে গাজা সেবন করে।
এ বিষয়ে গ্রামবাসীরা তাকে বাধা দিয়ে গাজা চাষ ও বিক্রির কাজ থেকে বিরত করতে পারেনি। ফলে গ্রামবাসী থানায় অভিযোগ করলে পুলিশ ২১ জুন সোমবার তাকে গাজার গাছসহ গ্রেফতার করে নিয়ে যায়।
এই ঘটনায় ২১ জুন সোমবার দুপুর ২টায় পুলিশ বাদী হয়ে বিরল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আহম্মেদকে ২১ জুন সোমবার বিকেল ৪টায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।