দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

‘বন্ধুরা এক হও তোমরা’
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ২০, ২০১৭, ১১:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৭৮৭ বার |

দিনাজপুর বার্তা২৪.কম : কপিল শর্মা সুনীল গ্রোভারের ভক্ত হিসেবে এই দুই কমেডিয়ানকে এক করার চেষ্টা করছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। বিভিন্ন ইস্যু নিয়ে বিতর্কিত টুইট করা বর্ষীয়ান এই অভিনেতার স্বভাব। তাই কপিলসুনীল ইস্যু থেকে কেনো বাদ পরবেন তিনি। সোমবার টুইটারেকাপুর অ্যান্ড সনসখ্যাত এই তারকা লিখেছেন, ‘আইপিএল। সানরাইজার্স হায়দ্রাবাদ দলে কপিল শর্মার মতো দেখতে একজন রয়েছেন। কেউ কি সুনীল গ্রোভারকে কোনও দলে খুঁজে পাচ্ছেন? বন্ধুরা এক হও তোমরা।৬৪ বছর বয়সী এই অভিনেতার টুইটের জবাবে সুনীল তার টুইটারে লিখেছেন, ‘স্যার এই আসরে এবার আমি খেলছি না। কারণ আমি অবসর নিয়েছি।কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় একটি শো করতে গিয়েছিলো টিম কপিল। সেখান থেকে ফেরার পথে বিমানে মদ খেয়ে সুনীল গ্রোভারকে মারধর অশ্লীল ভাষায় গালিগালাজ করেন কপিল শর্মা। কারণেদ্য কপিল শর্মা শোছেড়ে দিয়েছেন সুনীল। সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত জনপ্রিয় কমেডিয়ান শোদ্য কাপিল শর্মা শো’-এর উপস্থাপক হিসেবে রয়েছেন কাপিল শর্মা। অন্যদিকে, একই অনুষ্ঠানে .মসুর গুলাটি, রিংকু ভাবী গুত্থি চরিত্রে দেখা যেতো সুনীল গ্রোভারকে।

 

 

এই পাতার আরো খবর -
২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়